অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:১৬

remove_red_eye

৬২৬





দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে শনিবার মেঘনায় মাছ ধরে ঘাটে ফেরার পথে নৌকার ভেতর বজ্রপাতে আল আমিন (২৫) নামে এক জেলে নিহত হয়েছে। এ সময় নুরনবী ও শাহজাহান নামে তার অপর দুই জেলে সঙ্গী আহত হয়। আহতরা দৌলতখান উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। নিহত আল আমিন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মেস্তরী বাড়ির বাহার মাঝির ছেলে। আহত জেলেদের সূত্রে জানা যায়, আল আমিনসহ তারা শনিবার সকালে মধ্য মেঘনায় ইলিশ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বিকেলের দিকে দৌলতখান মাছঘাটে ফিরছিলো। পথিমধ্যে তাদের নৌকাটি আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই জেলে আল আমিন নিহত হয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বজলার রহমান জানান, মেঘনায় ইলিশ  মাছ ধরে ঘাটে ফেরার পথিমধ্যে বজ্রাঘাতে এক জেলে নিহত হন। এঘটনায় নৌকায় থাকা আরও দুই জেলে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত জেলের মরদেহ পরিবার লোকজন নিয়ে গেছেন। সেখানে পুলিশ গেছেন।