অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নৌকা ডুবিতে নিখোঁজের ৪ দিন পরও চরফ্যাসনের জেলে উদ্ধার হয়নি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:১৫

remove_red_eye

৫৭১



চরফ্যাশন  প্রতিনিধি  : ভোলার  চরফ্যাশন উপজেলার হাজারীগনঞ্জ ইউনিয়নের চরফকিরা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্বাস ( ২১) মেঘনার বালিয়া নামক স্থানে ঝড়ের কবলে পরে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার চারদিন অতিবাহিত হলেও এখনোও উদ্ধার হয়নি।

জানা যায়, গত (১৮ আগষ্ট) সোমবার নোয়াখালীর হাতিয়ায় মেঘনার বালিয়া নামক স্থানে নদীতে মৎস শিকার করতে যাওয়া হাজারীগঞ্জের মিজান মাঝির নৌকা ঝড়ের কবল পরে ডুবে যায়। এসময় নৌকায় থাকা মাঝি - মাল্লার ১২ জনের ১১ জন সাতাঁর  কেটে তীরে আসলেও জেলে আব্বাস উদ্দিন এখনোও নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজ জেলের পরিবারে চলছে শোকের মাতম।