অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোটে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৬

remove_red_eye

৬৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রধান বিচারপতি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন সিইসি। সেই বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, আমরা নির্বাচনি ট্রেনে উঠে গেছি। এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে।

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা সৌজন্য সাক্ষাৎ বা কার্টেসি কল ছিল। প্রধান বিচারপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান সিইসি।

রেওয়াজ অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তবে এবার তিনি একাই গিয়েছিলেন ইসি সচিবকে নিয়ে। অন্য কমিশনাররা ছিলেন না।

জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ও তফসিল ঘোষণার পর যেকোনো রিট যাতে নির্বাচনি কাজে বাধা না দেয়, সে বিষয়ে আলোচনা হয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার বা বৃহস্পতিবার এ তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল ঘোষণার ভাষণ সম্প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।