অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নৌ বাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:১১

remove_red_eye

৬৫২




দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাইরের ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে বাংলাদেশ নৌবাহিনী খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শনিবার সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই পরিবারগুলোর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দু:সময়ে এসব খাদ্যসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে। বিতরণকালে ভোলা নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।