অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নির্বাচনী কর্মীদের পোস্টাল ভোট নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯

remove_red_eye

৭৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বসবাসরত নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd)-এ জানা যাবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিদেশ থেকে ভোট প্রদানের জন্য পোস্টাল ভোট বিডিতে ঠিকানা সংশোধনের শেষ সময় আজ ৬ ডিসেম্বর। 

নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিয়ে থাকলে ভোটারের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা বা প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানা যথানিয়মে প্রদান করে আজকের মধ্যে সংশোধন করা যাবে। সংশোধনের জন্য অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী অ্যাপে নিবন্ধন করেছেন।