অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তকরণের প্রতিবাদে ভোলায় বিএনএ’র গণসংযোগ কর্মসূচি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নার্সিং ও মিডওয়াফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরে অর্ন্তভূক্ত করার  প্রতিবাদে ডাকা অন্দোলণ অব্যাহত রেখেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ভোলা জেল শাখা। সরকারের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি স্থাগিত রেখে বৃহস্পতিবার গণসংযোগ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা ৮ দফা দাবি নেমে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সরকারের দেয়া আশ্বাস দ্রুত কার্যকর না করলে শাটডাউন কর্মসূচি আবারও ঘোষণা করা করার কথা জানানো হয়।
কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ভোলা জেল শাখার সদস্যরা বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং আন্দোলণের কারণে রোগীদের যে ক্ষতি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশাশি নিজেদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
উল্লেখ্য , নার্সিং ও মিডওয়াফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরে অর্ন্তভূক্ত করণের প্রতিবাদে ৮ দফা দাবিতে গত ২৬ নভেম্বর থেকে আন্দোলণ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ ডিসেম্বর শাটডাউন কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু দাবি নেমে নেয়ার বিষয়ে সরকারের আশ্বাসের প্রেক্ষিতে শাটডাউন স্থগিত রেখে বৃহস্পতিবার গণসংযোগ কর্মসূচি পালিত হয়।