অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার দুটি স্টেডিয়াম ও একটি সুইমিংপুলের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৮

remove_red_eye

৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নবনির্মিত আধুনিক গজনবী স্টেডিয়াম, সুইমিংপুলের ও চরফ্যাশনে মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার বিকালে ক্রীড়া উপদেষ্টা ঢাকার সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন।  
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের পলিসি হচ্ছে, দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে দেশের বিভিন্ন স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণ করা। তারই ধারাবাহিকতায় উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১ টি স্টেডিয়াম করা হয়েছে। এগুলো বেশ উন্নতমানের বলেও মন্তব্য করেন তিনি। 
ভোলা জেলা প্রশাসক কার্যালয়েরর হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.বিল্লাল হোসেন। এসময়  ভোলার ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।