অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


রাজাপুরের আ’লীগ নেতা রাসেল খাঁ গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৩

remove_red_eye

১১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঢাকা যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় ভোলা থেকে গ্রেপ্তার হয়েছেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খাঁ। মঙ্গলবার রাত্র ২টার সময় ভোলা পৌরসভার হ্যালিপ্যাড রোডের নিজ বাসা থেকে ভোলা সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। আটক রাসেল খা রাজাপুর ইউনিয়নের মৃত সামছল হক খানের ছেলে। 
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট মাসে দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার মামলা নং-৭৭-১১- ২৪এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে রাসেল খাকে  গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা আদালত গ্রহণ করবে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।