অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ইউএনও শুভ দেবনাথের বিদায়ী সংবর্ধনা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

১৪৫

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিনে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ওমর আসাদ রিন্টু বলেন  বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও শুভ দেবনাথ তজুমদ্দিনে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও শুভ দেবনাথ তজুমদ্দিনে তার কর্মকালকে স্মরণীয় উল্লেখ করে বলেন, এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক, ও ফুলের শুভেচ্ছার প্রদান করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, একেএম মহিউদ্দিন জুলফিকার, তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ, সাবেক আহবায়ক  ফখরে আজম পলাশ, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমুখ।
এছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, জিয়া মঞ্চ,সকল ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সহ নেতাকর্মী গন উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন, এছাড়াও  প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি, ওই স্থানীয় সাংবাদিকগণ আলাদা আলাদাভাবে শুভেচ্ছা বিনিময় করেন,।


তজুমদ্দিন