অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা রুশ রাষ্ট্রদূতের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১২

remove_red_eye

৬৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম  খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত।

আজ রোববার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার ডি. খোজিনের পক্ষে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছে দেন।

চেয়ারপার্সনের পক্ষে তা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।