অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পুলিশের ১৩৬ পরিদর্শকের বদলি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬

remove_red_eye

৭২

পুলিশ সদর দপ্তর দুই ধাপে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করেছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৭৩ জন এবং অন্য প্রজ্ঞাপনে ৬৩ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী শনিবার (২৯ নভেম্বর) এর মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ যদি আগেই অন্য কোনো বদলি আদেশ পেয়ে থাকেন, তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে।