অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা-১ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী গণসংযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

১৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা -১ সদর আসন থেকে জামায়াত ইসলামির মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো: নজরুল ইসলাম নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন তিনি তার অনুসারীদেরকে সাথে নিয়ে নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সাথে দেখা করছেন। কুশল বিনিময় করছেন। বুধবার সন্ধ্যায় ভোলার কালীনাথ রায়ের বাজার থেকে বরিশালের দালান পর্যন্ত সদর রোডের পূর্বপাশের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেছেন দাড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ মো: নজরুল ইসলাম। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে প্রচারপত্র বিলি করার পাশাপাশি জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
প্রচারণাকালে ভোলা জেলা জামায়াতের মিডিয়া সেক্রেটারি আমির হোসেন, ওলামা বিষয়ক সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, পৌর নায়েবে আমির রুহুল আমিন, পৌর সহসেক্রেটারি আতাউর রহমান, মেহেদী হাসান সুমনসহ শতাধিক নেতাকর্মী প্রার্থীর সাথে ছিলেন।