অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নার্সদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৮৯

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে ৮ দফা দাবি আদায়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। 
বুধবার (২৬ নভেম্বর)) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা অংশ নেন।
হাসপাতালের নিয়মিত সেবা অব্যাহত থাকলেও নার্সরা কালো ব্যাজ ধারণ করে উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার  কক্ষের  সামনে  অবস্থান নেন। এতে হাসপাতালের স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে হাসপাতালে  চিকিৎসা  নিতে আসা  রোগীরা ভোগান্তিতে পড়েছে।
কর্মসূচিতে নার্সরা বলেন, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণ। সরকার দীর্ঘদিন ধরে  তাঁদের  ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। এসব দাবির দ্রুত বাস্তবায়ন না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

দৌলতখান