অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নারীর গলাকাটা লাশ উদ্ধার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২০ রাত ০৯:৩২

remove_red_eye

৬৬৫


 বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে নিজ বাড়ির পেছন থেকে সুমি বেগম (৩৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার বিকেলে দেউলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দর্জি বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সুমি একই এলাকার রিকসা চালক মোঃ আনোয়ারের স্ত্রী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বিপিএম জানান, সুমি তার মা ও মেয়েকে নিয়ে উপজেলা দেউলা ইউনিয়নে দর্জির বসবাস করতেন। বুধবার দুপুরের পর সুমিকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পেছনে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পরিবারের স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা ২৫০ শয্যার জেনারেল  জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। ডৎজ্ঞাসাবাদেও জন্য  সন্দেহ ভাজন ২ নারীকে আটক করা হয়েছে।