অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে আবারও অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২০ রাত ০৯:২০

remove_red_eye

৫৩২




  দৌলতখান প্রতিনিধি : দৌলতখানে আবারও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বাঁধের ভেতর ও বাইরের নিচু এলাকা। বুধবার  (১৯আগস্ট ) দৌলতখান উপজেলায় আবারও অস্বাভাবিক জোয়ারের কারণে তলিয়ে গেছে ফসলি জমি। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে।
প্লাবিত এলাকাগুলোর মধ্যে দৌলতখান পৌরসভা ১ও ৮ নং ওয়ার্ড রয়েছে বলে জানিয়েছেন  পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু জানান, ভবানীপুর ইউনিয়নের মধ্যে চর হাজারীসহ ৭, ৮ নম্বর ওয়ার্ড, সব চেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে। এছাড়া হাজীপুর, সৈয়দপুর ও চরপাতার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।
অন্যদিকে দৌলতখানে  হঠাৎ করে আবারও  জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিমাঞ্চল প্লাবিত হওয়ায়  বেশ  কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় চরাঞ্চলের গবাদি পশু জোয়ারের পানিতে ক্ষতি হয়েছে।

এদিকে সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো থাকলেও দুপুরের পর থেকে হঠাৎ ভারীবর্ষণ হওয়ায় বেশ কিছু এলাকায় কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে বেশ কিছু গাছ পালা।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, মেঘনা নদীতে আজ বিকালে জোয়ারের পানি বিপদ সীমার  ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বেশ কয়েকটি স্পটে বেড়িবাধ ঝুকিপূর্ণ হয়ে পড়ে।