অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২০ রাত ০৮:৫০

remove_red_eye

৬৬৮



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে খেলতে গিয়ে নদীতে পড়ে আলী আজগর নামের এক শিশু নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা।  বুধবার (১৯আগস্ট) বিকালে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ওই শিশুর ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জেলেরা আলী আজগরের মৃতদেহ উদ্ধার করে পরিবার স্বজনদের কাছে দিলে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আলী আজগর দৌলতখান পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে।
উল্লেখ্য : গত সোমবার (১৭ আগস্ট) নিখোজ আলী আজগর ঘর থেকে বের হয়ে খেলাধুলা করতে তার এক ভাইকে সঙ্গে নিয়ে দৌলতখান পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর পাড়ে যান। খেলাধুলা শেষে সে-অসাবধানতা বশত নদীর পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা নদীতে অনেকক্ষণ খোজাখুজির পরও সন্ধান পাননি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।