অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন ভোলার সরকার মোহাম্মদ কায়সার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২০ রাত ১২:০১

remove_red_eye

৬৭১

 

মাদক ওয়ারেন্ট তামিল ও বিট পুলিশিং এ সফলতা


আকতারুল ইসলাম আকাশ : মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন অভিযানের চৌকস নেতৃত্ব কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়েছেন। এসময় ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুককে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও (এস আই) উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমানকে জেলা গোয়েন্দা শাখার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করে তাদের তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জের পিপিএম ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার)।
মঙ্গলবার (১৮ আগষ্ট) বরিশাল রেঞ্জের পিপিএম ডিআইজি মো. শফিকুল ইসলামের বিপিএম (বার) সভাপতিত্বে বরিশাল রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে এক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহসহ বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন অফিসারগণ উপস্থিত ছিলেন।





আরও...