অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মাষ্টারক্রাফটস পার্সন (ওস্তাদ) দের দুই দিনব্যাপি ওরিয়েন্টশনের উদ্ধোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ রাত ০৮:০২

remove_red_eye

৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মাষ্টারক্রাফটস পার্সন (ওস্তাদ) দের দুই দিনব্যাপি ওরিয়েন্টেশনের উদ্ধোধন করা হয়েছে।
আজ সোমবার জিজেইউএস এর শিশু শুরক্ষা কেন্দ্রে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নযন সংস্থা (জিজেইউএস) এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। ওরিয়েন্টেশনের উদ্ধোধন করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর, পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল এডভোকেট বীথি ইসলাম, উপ পরিচালক ও (প্রজেক্ট কোঅর্ডিনেটর) জাহিদুর রহমান।
অনুষ্টান পরিচালনা করেন প্রকল্পের লাইফ স্কিল ডেভলপমেন্ট অফিসার মোঃ আলী জিন্নাহ। ওরিয়েন্টেশনে সেলাই, বিউটিফিকেশন, মোটর সাইকেল, মোবাইল সার্ভিসিং, স্মল ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন গার্মেন্টস,এ্যালমুনিয়াম ফেব্রিকেশন, কার্পেন্ট্রি এন্ড কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল ইনষ্টলেশন সহ ১২টি ট্রেডে আলাদা ভাবে চল্লিশ জন ওস্তাদ অংশ নেয়।


ভোলা সদর মোঃ ইয়ামিন