অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সরকার অবশ্যই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় : স্বরাষ্ট্র উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৭৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার অবশ্যই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চায়। 

তিনি বলেন, ‘আমরা অবশ্যই শেখ হাসিনার প্রত্যর্পণ চাই। আমরা ইতিমধ্যেই (ভারতে) একটি চিঠি পাঠিয়েছি। প্রয়োজনে, আমরা আবারও তাকে প্রত্যর্পণের জন্য একটি চিঠি পাঠাব।’

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সহকর্মী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে।

গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।