অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

৫৫০



দৌলতখান প্রতিনিধি  : ভোলার দৌলতখানে সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাশেষে সন্ধায় হাত পা ধুতে নেমে মেঘনা নদীতে ডুবে আলী আজগর (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে দৌলতখান পৌর ২ নং ওয়ার্ডের আবু মাঝি বাড়ির আলমগীরের ছেলে। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে অনেক চেষ্টা করেও সন্ধে সাড়ে সাতটা নাগাদ নিখোঁজ শিশুর সন্ধান পায়নি। জানা যায়, শিশু আলী আজগর প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলাশেষে একই বাড়ির অপর শিশু জাহিদকে (৩) নিয়ে চৌকিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে হাত পা ধুতে নামে। এ সময় পা ফসকে নদীতে পড়ে ¯্রােতের টানে সে ডুবে গিয়ে নিখোঁজ হয়।