অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যসনে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২০ রাত ০৮:৪১

remove_red_eye

৮২৭


 
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলার (ভোলা-চরফ্যাসন মহাসড়ক) জনতা বাজার এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে  ব্যবসায়ী মো: জাফর (২৭)  নিহত হয়েছেন। এছাড়াও  চালক মো: তুহিন এবং তার পিতা আবুল কাশেম গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় বাজারের উত্তর পাশে দুর্ঘটনা ঘটে। গুরুতর  আহতদের চরফ্যসন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সামসুল আরিফ বলেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে সবজি ব্যবসায়ী জাফরসহ অন্যরা চরফ্যসন থেকে সবজি নিয়ে লালমোহনের দিকে আসছিলো। পথিমধ্যে জনতা বাজারের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায় ভ্যানটি। স্থানীয়রা গুরুতর আহত জাফরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে।