অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা-১ আসনে বিজেপির গরুর গাড়ির মার্কার প্রচারনা ও সমাবেশসহ র‌্যালী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

১৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  'আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজেপি - বিএনপি ভাই ভাই,ঐক্য ছাড়া বিকল্প নাই ' এই  ব্যানারে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’ চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে গরুর গাড়ি মার্কার প্রচারনা শুরু হয়েছে।
বুধবার (৫ অক্টোবর)  ভোলা জেলা বিজেপির উদ্যোগে গরুর গাড়ির মার্কার প্রচারনা ও সমাবেশসহ র‌্যালী হয়েছে। সকাল থেকে নেতাকর্মীরা ভোলা শহরের নতুন বাজারে দলীয় কার্যালয় এসে ঝড়ো হতে শুরু করে। সকাল সাড়ে ১১টায় জেলা বিজেপি কার্যালয় থেকে গরুর গাড়ির বিশাল নির্বাচনী প্রচারণা ও র‌্যালী বের হয়। বিশাল দীর্ঘ এ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। হাতে ব্যানার, ও গরুর গাড়ি প্রতীকের  শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে তারা। র‌্যালীটি নতুন বাজার, বাংলাস্কুল মোড়, সদর রোড, চকবাজার হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।


এসময় সমাবেশে বক্তব্য রাখেন, সভায় বক্তব্য দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নুরনবী, সদর উপজেলা বিজেপির সদস্য সচিব মো.বুলবুল,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। জেলা যুব সংহতির আহ্বায়ক আব্দুল লতিফ,সদস্য সচিব মো.আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। ভোলার জনগন একজন যোগ্য প্রার্থী হিসেবে পার্থ সাহেবকে ভালোবাসেন এবং পছন্দ করেন।
 ভোলার উন্নয়নের স্বার্থে পার্থকে গরুর গাড়ি মার্কার বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ গরুর গাড়ি প্রতীকের পক্ষে রায় দেবে।আপনারা দোয়া করবেন।
উল্লেখ্য, ভোলা -১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।