অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্মীর পিএফ ও গ্র্যাচুইটির দাবীতে স্মারকলিপি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৫ দুপুর ০২:২৭

remove_red_eye

৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আওতাধীন ভোলা রিজিয়নের প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও গ্র্যাচুইটির দাবিতে স্থানীয় এসডিএফ অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করেছেন। কর্মীদের অভিযোগ-“সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি)” শেষ হলেও প্রাপ্য অর্থ ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছে না কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়, বন্যা ও করোনার মধ্যেও তারা মাঠে কাজ করেছেন, এখন নিজেরাই অনিশ্চয়তায় ভুগছেন। তাদের দাবি, অব্যাহতিপ্রাপ্ত অনেক কর্মী পিএফ ও গ্র্যাচুইটি পেলেও বর্তমান কর্মীরা বঞ্চিত। একই সঙ্গে তারা নতুন “বি-স্ট্রং” প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন। কর্মীরা সতর্ক করে বলেছেন, দাবি না মানা হলে আগামী শনিবার থেকে কঠোর আন্দোলনে যাবেন তারা।