অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীরকে মনোনয়ন দেওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৫ দুপুর ০২:২৫

remove_red_eye

১৩৫

বাংলার কণ্ঠ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপি থেকে ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নাম ঘোষনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
তার পক্ষ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রিয় ভোলাবাসী দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর এক মুক্ত পরিবেশে আজ আপনাদের ভালোবাসায় আমাকে ভোলা এক আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমান তার প্রতি আমার কৃতজ্ঞতা। এখন আমাদের কাজ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী কাজ এগিয়ে নিয়ে বিজয়ী হওয়া । আমি সবাইকে আমার সাথে একাত্মা হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিগত দিনের ভুল-বুঝাবুঝির জন্য যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি।