ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এবং নির্বাচনী হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (৩ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপির দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের প্রস্তুতি নিশ্চিত করতে ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ২০২৫–২০২৬ সালের ৪র্থ ধাপের আনসার কোম্পানি ও প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
