অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ভেদুরিয়ায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৫ রাত ১১:২৬

remove_red_eye

৮৩

মোঃ মুরাদ শিকদার : ভোলার ভেদুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (২ নভেম্বর) বিকেলে মাঝিরহাট বাজারে ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি ও প্রচার–মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন এবং সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার প্রমুখ। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জামায়াত ইসলাম সেই আদর্শ ও কর্মপদ্ধতি নিয়েই কাজ করছে।

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিএনপির নীতি ও কর্মকাণ্ড কোরআন-হাদীসের পরিপন্থী হয়ে পড়েছে এবং আওয়ামী ধারার রাজনীতি অনুসরণের কারণে আমরা ব্যথিত। তাই ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছি।” সম্মেলনে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা। অনুষ্ঠানে ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের শান্তি, ন্যায় ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।