অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় শোক দিবসে নানা কর্মসূচী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২০ রাত ১১:০১

remove_red_eye

৫৩১



বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।  শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্মা জানানো হয়।  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক , ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ সদর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয়েছে। পরে ১৫ আগস্টের শহীদদের আতœার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা আওয়ামীলীগের আয়োজনে ওবায়দুল হক মহা বিদ্যালয় মাঠে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক  দিবস  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আ.লীগ সভাপতি মাষ্টার ছগির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে  বর্বরোচিত ভাবে হত্যা করা হয়। এসময় বক্তারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কিংবদন্তি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদের দীর্ঘ জীবনের রাজনীতির প্রতিভার কথা উল্লেখ্য করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।





আরও...