অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মুক্তিযোদ্ধাদের মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:১০

remove_red_eye

১২০

বাংলার কণ্ঠ ডেস্ক : বিনা নোটিশে অতর্কিতভাবে পৌর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৭টি দোকান ভাংচুর ও যাবতীয় মালামাল লুন্ঠনের প্রতিবাদে গত রবিবার শহরে একটি মৌন মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় যায়। এ সময় জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান স্মারকলিপি প্রদান করেন । 
এসময় জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, বিষয়টি তদন্তাধিন রয়েছে। জমির মালিকানা দাবি নিয়ে পৌরসভা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কর্তৃপক্ষের মধ্যে যে বিরোধ রয়েছে, সেই জমি মূলতঃ কাদের সেই বিষয়ে কাগজপত্র নিয়ে উভয় পক্ষের সাথে বসে এটা সুরাহা করবো। তিনি আরও বলেন, একটি জায়গা নিয়ে এ বিতর্ক থাকতে পারে না। প্রকৃতপক্ষে যার মালিকানা আছে সেই জমির মালিক দাবি করতে পারে।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে কোন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। তিনি বলেন, কমপ্লেক্সের বাউন্ডারি দেয়ালের বাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
উল্লেখ, শনিবার বিকেলে ভোলা শহরের নতুনবাজারে পৌরসভা কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলা-সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পৌরসভার তিনটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।