অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


পাবনা-১ আসনে মোঃ শের আলী খান স্বপনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় নেতা-কর্মীরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৭৫৩

বাংলার কণ্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ (সাথিয়া-ভাঙ্গুড়া) আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুয়েত প্রবাসী বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও সফল ব্যবসায়ী মোঃ শের আলী খান স্বপন।
প্রবাসে থেকেও দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই নেতা বিএনপি এবং দেশনায়ক ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে আহ্বায়ক হাওয়াল্লী প্রদেশ বিএনপি, কুয়েত, সহ-সভাপতি—জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটি, এবং প্রতিষ্ঠাতা দেশনায়ক ফাউন্ডেশন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। প্রবাসে অবস্থানকালে দূতাবাসজনিত হয়রানি ও নানা বৈষম্যের মুখোমুখি হয়েছেন। এমনকি একাধিকবার দেশে ফেরার উদ্যোগ নিলেও তখনকার স্বৈরাচারী সরকারের কারণে দেশে ফিরতে পারেননি।
তবুও দেশের রাজনীতি ও দলীয় কর্মকাণ্ড থেকে কখনও বিচ্ছিন্ন হননি মোঃ শের আলী খান স্বপন। বিএনপির আদর্শ ও দেশনায়ক জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি প্রবাসে দলের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন। তার নেতৃত্বে কুয়েতসহ মধ্যপ্রাচ্যে বিএনপি ও দেশনায়ক ফাউন্ডেশনের কার্যক্রম নতুন গতি পেয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা।
৬৮/১ পাবনা-১ (সাথিয়া-ভাঙ্গুড়া) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতা-কর্মী মনে করছেন, যদি মোঃ শের আলী খান স্বপন ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, তবে এই আসনে বিএনপি পুনরায় শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। ইতোমধ্যে স্থানীয় ও প্রবাসী বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
এক নেতা বলেন, “তিনি প্রবাসে থেকেও দলের দুঃসময়ে পাশে ছিলেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আমাদের আসনে বিএনপিকে নতুন করে সংগঠিত করতে সাহায্য করবে।”
জনগণের প্রত্যাশা একজন সৎ, শিক্ষিত, ত্যাগী ও প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা নেতারূপে মোঃ শের আলী খান স্বপন-ই হতে পারেন পাবনা-১ আসনে বিএনপির বিজয়ের প্রতীক।





আরও...