বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০১৯ রাত ১১:০২
৯০০
বাংলার কন্ঠ প্রতিবেদক: বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলাকে মূল ভূখন্ডের সাথে সংযোগ স্থপানের জন্য ভোলা-বরিশাল সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই’র কাজ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে তা দাখিল করা হবে। ২০২৫ সালে মধ্যে ভোলা-বরিশাল ব্রিজ প্রকল্প বাস্তবায়নের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে মেঘনা নদীর উপর ভোলা-ল²ীপুর সেতু নির্মাণ করার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা’ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি পর্যালচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে তার নেতৃত্বে আমরা আশা করি সেই দিন বেশি দূরে নয়, যে দিন ভোলা-বরিশাল ব্রিজ দেখতে পাব। ভোলা বিচ্ছিন্ন দ্বীপ মূল ভূখÐের সাথে আমরা সংযুক্ত হব। ভোলা হবে একটি শিল্পায়নের জায়গা। এখানে প্রচুর গ্যাস আছে। গ্যাস ভিত্তিক প্রচুর শিল্প গড়ে উঠবে। ভোলা হবে সমৃদ্ধশালী একটি জেলা। তিনি আরো বলেন, যদি ভোলা-বরিশাল ব্রিজের পর ভোলা-ল²ীপুর ব্রিজ হয়, তা হলে চট্রোগ্রাম থেকে মংলা পায়রা বন্দর হয়ে যোগাযোগ সহজ হবে। যোগাযোগে অর্থ সাশ্রয় ও সময় কম লাগবে। সেই প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। তার নেতৃত্বে ভোলা-বরিশাল ব্রিজ হবে। একদিন ভোলা-ল²ীপুর ব্রিজও হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তোফায়েল আহমেদ।
এদিকে সভায় বলা হয়, ভোলা-বরিশাল সংযোগ স্থপানের জন্য তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর ২টি ব্রিজ নির্মাণ করা হবে। এর একটির দৈর্ঘ সাড়ে ৩ কিলোমিটার ও অপরটির দৈর্ঘ দেড় কিলোমিটার। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।
সেতু বিভাগের সচিব মো: বেলায়েত হোসেন জানান, পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে ভোলা ব্রিজ রয়েছে। ২০২৫ সালে মধ্যে ভোলা-বরিশাল ব্রিজ বাস্তবায়নের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ভোলা বরিশাল ব্রীজ ২টি অবশ্যই গুরুত্বপূর্ন। এই ব্রিজ ২টিকে গুরুত্ব দিয়ে দ্বিতীয় পর্যায়ে ভোলা-লক্ষীপুর সেতু নির্মাণ করার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে চাইনিজ ও জাপানি কোম্পানি আবেদন করেছে। বিনিয়োগকারীর কোন ঘাটতি হবে না। আমাদের আর্থিক সক্ষমতা বেড়েছে। কারিগরি সক্ষমতা বেড়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে যে দক্ষতা সেটাও বেড়েছে। তিনি আরো বলেন, কালাবদর ও তেঁতুলিয়া নদীর উপর দিয়ে ২টি ব্রিজ নিয়ে একটি প্রকল্প অবশ্যই বাস্তবায়িত হবে। ভোলা-ল²ীপুর ব্রিজের কাজ শুরু হলে। তখন দেশের আর কোন অংশই বিচ্ছিন্ন থাকবে না। এখন ডিটেইল ডিজাইন হবে।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, খাদ্য সচিব মো: শাহাবুদ্দিন, ভূমি সচিব মাকদুদুর রহমান পাটোয়ারি, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদৌস, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সেতু বিভাগের প্রকৌশলী টিম উপস্থিত ছিলেন।
এদিকে সভা শেষে তোফায়েল আহমেদ, সেতু সচিবসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি টিম ভোলা-বরিশাল ব্রিজের স্থান পরিদর্শন করেন।
চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ
ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান
চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার
চরফ্যাসনে বেড়ি বাঁধে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি
লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম
আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম
লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত