অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন : এমপি মুকুল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২০ রাত ০৯:৫৪

remove_red_eye

৫৬৮



দৌলতখান প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে টেকসই ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিকল্পে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে। লেখাপড়ার সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্যে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। শুক্রবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যায়ে দৌলতখানের বাংলাবাজার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক নব নির্মিত ভবন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরআগে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব নির্মিত ভবনটির  শুভ উদ্বোধন করেন এমপি মুকুল। এসময় তিনি  বলেন, শিক্ষকতার ন্যায় মহত্ব অন্য কোন পেশায় নেই। একমাত্র শিক্ষকরাই জাতির সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে। অনুষ্ঠানে হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে কলেজের শিক্ষক জয়নাল ফরাজীর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়র হোসেন জাহাঙ্গীর, দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনূন নাহার রেনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমূখ। অন্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ নূরে আলম ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।