অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৫ দুপুর ০২:১৫

remove_red_eye

১১৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির চার-পাঁচ জন শিক্ষার্থী। এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 





আরও...