অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


শেখ হাসিনা সারা বিশ্বে একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী-এমপি শাওন


জসিম জনি

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২০ রাত ১১:৪৩

remove_red_eye

৪১৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নন এমপিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আর্থিক অনুদানের টাকা বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে ৮৫০ জন শিক্ষকদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে তুলে দিয়ে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশে^ একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী। তিনি করোনার বিরুদ্ধে দৃঢ়তা ও সততা নিয়ে মোকাবেলা করেছেন। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি লালমোহন ও তজুমদ্দিনের ৫ লক্ষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নিজের সামর্থ অনুযায়ী সহযোগিতা করেছি। বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে স্বতন্ত্র ইবেতেদায়ী শিক্ষকরা অবেহেলিত ছিলেন। তারা কোন মূল্যায়ন পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নন এমপিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের প্রস্তুতি নিয়েছেন। তাদের এই করোনাকালে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।