অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধাসহ ৩ জন আহত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ রাত ১০:২২

remove_red_eye

১১০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জমি দখল করে জোরপূর্বক গরুর ঘর উত্তোলনে বাঁধা দেওয়ায় ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একতা বাজার এলাকার হাফেজ মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্বজনরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ করে মো. মোসলেউদ্দিন বলেন, শুক্রবার বিকেলে আমাদের বাড়িতে আমার ভাই নিরবের জমিতে জোরপূর্বক গরুর ঘর উত্তোলন করছিল একই এলাকার ফোরকানের নেতৃত্বে আলম, মহিউদ্দিন, সবুজ, রাসেল, রাশেদ, আলাউদ্দিন ও আনিছল হক গংরা। তখন আমার ভাই নিরব তাদের বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। নিরবের চিৎকার শুনে আমার মা আরফুজা খাতুন ও ছোট ভাই ফিরোজ সেখানে গেলে তারা তাদের ওপরও হামলা চালান। এতে ফিরোজ ও নিরবের মাথা ফেটে যায় এবং মা গুরুতর আহত হয়েছেন। 
তিনি আরো বলেন, পরে আমিসহ পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তবে সেখানে নেওয়ার পর ফিরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও ক্ষমতার দাপট দেখিয়ে জোর-জুলুম ও অনেক অত্যাচার করেছিল। ওরা সংঘবদ্ধ সন্ত্রাসী। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো। 
অভিযোগের ব্যাপারে আলম জানান, আমাদের জমিতেই আমরা গরুর ঘর উত্তোলন করতে গেলে নিরব বাঁধা দেয়। তখন কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে আমাদেরও কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা থানায় এসেছিল। তাদের চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসা শেষে মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।