অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২০ রাত ১১:৪১

remove_red_eye

৪৭৭


বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জনই ভোলা সদর উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৯০ জনে । তার মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৫ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট  মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার  রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫৯০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৫ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৮৪ জনের মধ্যে সুস্থ ২১৫ জন। দৌলতখানে আক্রান্ত ৪১ জনের মধ্যে সুস্থ ৩৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ ৬৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৩৭ জন, লালমোহনে আক্রান্ত ৬১ জনের মধ্যে সুস্থ ৫২ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ৪৮ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ৩১ জন। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলায় বুধবার আরো ২০ জনসহ এ পর্যন্ত  ৪ হাজার ৮৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়।  এর মধ্যে ৪ হাজার ৮৬৯ জনের রিপোর্ট পাওয়া গেছে।






আরও...