অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মনপুরায় পুলিশের অভিযানে ইউপি সদস্য যুবলীগ নেতা আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৪

remove_red_eye

১১৮

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বর্তমান ইউপি সদস্য এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ২ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে ওই ইউপি সদস্য যুবলীগ নেতাে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে বুধবার ভোর রাত ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী এলাকায় ওই যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত যুবলীগ নেতা হলেন, মোঃ কবির মেম্বার। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
জানা যায়, ২০২৪ সালের ৬ মার্চ উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন সংঘর্ষের ঘটনায় নিয়ন্ত্রন করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃত যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আটককৃত ইউপি সদস্য যুবলীগ নেতাকে পুলিশ হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


মনপুরায়