অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


এবার শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪০

remove_red_eye

১১৫

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) 'মার্চ টু যমুনা' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান শিক্ষকরা।

‎বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

‎এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচিতে বলেন, দীর্ঘ তিন ঘণ্টা যাবত আমরা শাহবাগ ব্লকেড করে রেখেছি। আমাদের সাথে কথা বলতে সরকারের প্রতিনিধি দল এসেছে। আমরা বলেছি, আমাদের পূর্ণ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। দাবি আদায় করতে প্রয়োজনে আমরা লাশ হয়ে ফিরব। এরপরও আমাদের দাবি আদায় করে ছাড়ব।

Teacher1

‎‎এ সময় তিনি আরও বলেন, গত চার দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের তিন দফা নিয়ে দফায় দফায় সরকারের প্রতিনিধিরা আমাদের সাথে বসেছেন। তারা আমাদের ১০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব করেছেন। আমরা তা প্রত্যাখান করেছি। আমরা বলেছি, আমাদের পূর্ণ দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা সেই দাবি নিয়ে আগামীকাল ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব।

শিক্ষক নেতা বলেন, ‘‎‎আমাদের এই আন্দোলনে সারাদেশের শিক্ষকরা যোগ দিয়েছেন। সারাদেশে আমাদের কর্মবিরতি চলছে। আগামীকাল বিভিন্ন স্কুলগুলোতে যে পরীক্ষা রয়েছে তা পুরোপুরি বর্জন করা হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাব। প্রয়োজনে আমরা আমরণ অনশন করে সরকারকে চাপ প্রয়োগ করব।’





আরও...