অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা অনুকরণীয়: এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২০ সকাল ০৯:৪৫

remove_red_eye

৬৬৮

রফিক সাদী, তজুমদ্দিন: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জনগনের আপদ-বিপদে সংকট মোকাবেলায়  প্রধান মন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা আমাদের জন্য অনুকরণীয়। করোনা, আম্পান সহ যে কোন দুর্যোগে শেখ হাসিনা জনগনের প্রতি মানবিকতার হাত বাড়িয়েছেন। কোভিড-১৯ সংকট মোকাবিলায় করোনায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারের মধ্যে প্রধান মন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ কালে এমপি শাওন এসব কথা বলেন।


মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলা  প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার আল-নোমান  এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, উপজেলা  প্রকৌশলী সাদ জগলুল ফারুক, সাংগঠিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,  জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার,   উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,' সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।