অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ রাত ০৮:২১

remove_red_eye

১২২

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসুন্ধরা  শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উদয়ন মডেল সরকারি প্রাথমিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন শুভসংঘের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান। 

বসুন্ধরা শুভসংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল বাশার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নেত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

এসময় বসুন্ধরা শুভসংঘ এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মামুন অটল, কামরুল ইসলাম, ইয়াছমিন বেগম, সুমাইয়া বেগম প্রমূখ।  
বোরহানউদ্দিন বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রে আগামী তিন মাস ব্যাপী অসহায় অস্বচ্ছল ১৫ জন  নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনা মূল্যে একটি করে সেলাই মেসিন দেওয়া হবে। 
প্রশিক্ষণের সুযোগ পেয়ে নারীরা বসুন্ধরা গ্রুপের প্রধান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সকলকে