অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সম্পদ রক্ষাসহ পরিবারের নিরাপত্তা চেয়ে মহিলা দলের নেত্রীর সংবাদ সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩২

remove_red_eye

৫৮

এইচ আর সুমন: ভোলায় ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে জমি ও বসত ভিটি দখলে ব্যর্থ হয়ে হামলা মামলায় নাজেহাল করা হয়েছে। গত ৫ আগস্টের পরে এখন ওই একই গ্রুপ বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রাণ নাশের হুমকি ধামকি দিচ্ছে। সন্ত্রাসী ওই গ্রুপটির ভয়ে সম্পদ রক্ষাসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভোলা ইউনিয়ন মহিলা দলের সাবেক নেত্রী ইয়ানুর বেগম নামের এক অসহায় নারী। 
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়ন বিএনপির মহিলা দলের আহ্বায়ক ইয়ানুর বেগম। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইয়ানুর জানান, তিনি আলীনগর ইউনিয়নের মহিলা দলের আহ্বায়ক। ভোলা সদর উপজেলার আলিনগরের রুহিতা ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা, মৌজা: রুহিতা, খতিয়ান নং: সি এস ৫৭ নং এর জমি দীর্ঘদিন ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছেন তিনি। কিন্তু ইসমাইল হোসেন বাবুল গং স্বৈরাচার আওয়ামী লীগের আমলে  প্রভাব খাটিয়ে ইয়ানুরদের জমি দখল করতে চেষ্টায় ব্যর্থ হয়। ইয়ানুর বেগম আরো জানান, ইসমাইল হোসেন বাবুল ও তার দোসররা  ইয়ানুর বেগমদেরকে ফাঁসাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নাটক সাজিয়ে ফেজবুকে অপপ্রচার চালায়। শুধু তাই নয় তাদের নিজেদের শরীরের অঙ্গ প্রতঙ্গ নিজেরাই ক্ষত করে আমাদের বিরুদ্ধে থানায় মামলা দেয়। বাবুল গ্রুপ বিভিন্ন সময়ে ইয়ানুরদের বসত বাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এর আগে বেশ কয়েকবার হামলায় কয়েকজন আহতও হয়। কিন্তু থানা পুলিশের কাছে গিয়ে তখন কোন সুফল পাওয়া যায়নি। এরপর গত ৫ আগস্টের পরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর ওই একই গ্রুপ বিএনপির নাম ভাঙ্গিয়ে ইমরান হোসনে নিরবকে দিয়ে পুনরায় ওই জমি দখলের চেষ্টা করতেছে। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশাল মিডিয়ায় ইয়ানুরদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পারিবারিক ও সামাজিকভাবে হেয়ও প্রতিপন্ন করছে। হুমকি ধামকি দিচ্ছে। এমন কি প্রাণ নাশেরও হুমকি দিচ্ছে। 
সংবাদ সম্মেলনে তাদের ওপর সংঘটিত এসব হামলাকারী ও অপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।




আরও...