অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন এমপি শাওন 


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২০ বিকাল ০৪:৫৯

remove_red_eye

৬৭০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা ও সেচ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যে দেশ এক সময় বিশ্ব দরবারে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত ছিলো, সে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসেবে সম্মানের সহিত জায়গা দখল করে নিয়েছে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর সজীব জয় ডিজিটাল পার্কে লালমোহন স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নিবার্হী কর্মকতার্ হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে।