অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


নতুন উদ্ভাবন ২ দেশের সেতুবন্ধ হিসেবে কাজ করে: প্রণয় ভার্মা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:৫৪

remove_red_eye

৫৮

বাংলার কণ্ঠ ডেস্ক : প্রযুক্তিখাতের নতুন নতুন উদ্ভাবন ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সেতুবন্ধ হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

রোববার বাংলাদেশি স্টার্টআপদের সঙ্গে হাই কমিশনের ‘স্টার্টআপ কানেক্ট’ আয়োজনে এ মন্তব্য করেন তিনি।

সোমবার হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজনে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনকেন্দ্রিক প্রবৃদ্ধির গুরুত্বের কথা তুলে ধরেন প্রণয় ভার্মা।

তিনি বলেন, স্টার্টআপগুলো তরুণদের উদ্ভাবনী চিন্তা ও শক্তির প্রতিফলন ঘটাচ্ছে। এগুলো কেবল কর্মসংস্থান তৈরি ও সমাধানই দেয় না, একই সঙ্গে নতুন আইডিয়া ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে সেতুবন্ধ হিসেবেও কাজ করে।

ভবিষ্যৎমুখী সহযোগিতার শক্তির উপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্ক নির্মাণে ‘স্টার্টআপ কানেক্ট’ প্ল্যাটফর্মটি নতুন বয়ান তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠান এবং ইকোসিস্টেমের ৩০ জনের বেশি নেতা নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে মিলিত হন। তারা নতুন অংশীদারত্ব অন্বেষণের জন্য একই ধরনের উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পান।

ভারত ও বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের উল্লেখযোগ্য বৃদ্ধির কথা তুলে ধরার পাশাপাশি সহযোগিতার সুযোগগুলো তুলে ধরে ‘স্টার্টআপ কানেক্ট’।

অনুষ্ঠানে বাংলাদেশি এবং ভারতীয় স্টার্টআপগুলো প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোগের ক্ষেত্রে কীভাবে সুযোগ কাজে লাগাতে পারে, শক্তিশালী আন্তঃসীমান্ত সহযোগিতা গড়ে তুলতে পারে এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পথে অভিন্ন প্রবৃদ্ধিকে চালিত করতে পারে, তা তুলে ধরা হয়।

এই আয়োজনে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্টার্টআপ খাতের দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য দেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এন করিম।

আইকোরি এবং টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ এবং স্টার্টআপ খাতে ভারত ও বাংলাদেশের সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

আর বিশ্বব্যাপী প্রযুক্তিখাতের মেধাবী ব্যক্তি এবং এক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনগুলোর সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে ভারতের সাথে অংশীদারত্বের অভিজ্ঞতা বর্ণনা করেন শপআপ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহিম চৌধুরী।

আগামী ৯-১০ অক্টোবর তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সামিটকে (টিএনজিএসএস) সামনে রেখে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ৩৯ দেশের প্রতিনিধিদের নিয়ে ভারতের অন্যতম বৃহত্তম এই স্টার্টআপ মিলনমেলায় কয়েকটি বাংলাদেশি স্টার্টআপও অংশ নিচ্ছে।

 

সুত্র : বিডি নিউজ





মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...