অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:৫৩

remove_red_eye

১৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলা তথ্য অফিসের আয়োজনে "শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের" আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়, ভোলা-এর  হলরুমে বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইড এবং যুব সেচ্ছাসেববকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। উক্ত  কর্মশালায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু'মেন,  ডা: মু. মনিরুল ইসলাম, সিভিল সার্জন, ভোলা ;  জনাব  এম. মাকসুদুর রহমান, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,ভোলা;  জনাব মোঃ ইকবাল হোসেন, উপপরিচালক,  মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোলা ; জনাব মোঃ আজাহারুল হক, জেলা শিক্ষা অফিসার, ভোলা;  জনাব আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভোলা, বাংলাদেশ স্কাউটস- ভোলা এর জেলা কমিশনার জনাব  আবু তাহের, জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ মনিরুল ইসলাম। জেলা কাব লিডার ছালমা আক্তার।
 
জেলা তথ্য অফিসার জনাব জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। ভোলা  জেলার সাতটি উপজেলার  স্কাউটস ও গালর্স গাইডের উপজেলা কমিশনারবৃন্দসহ ৪৫ জন যুব সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে কর্মশালাটি খুব প্রাণবন্ত হয়ে ওঠে।  কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন জনাব ডা: মু. মনিরুল ইসলাম মহোদয়, সিভিল সার্জন, ভোলা।  আয়োজনে টাইফয়েডের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের উপর হাতে-কলমে সকলে  শেখানো হয়। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন ের মধ্য দিয়ে টিকাদান কার্যক্রম চলবে। গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ)  এবং জেলা প্রশাসক সারা বাংলাদেশে ইতোপূর্বে ভোলা জেলা জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধ টিকায় প্রথম হওয়ায় ইতিবাচক মনোভাব নিয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশনেও প্রথম হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।