অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর সকল কাজে অনুপ্রেরণা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৫৪৬




লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০ জন নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। তিনি বঙ্গবন্ধুর সকল কাজে অনুপ্রেরণা দিয়েছেন। যার জন্য বিশ্ব দরবারে অবিস্মরনীয় নেতা হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।






আরও...