অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নিষেধাজ্ঞার চতুর্থ দিনেভোলায় ৬ জেলের জেল-জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৮০০

জুয়েল সাহা বিকাশ || নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা থেকে ৬ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার ও নৌ পুলিশ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪৫ কেজি মা ইলিশ ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতরা জলেন, ভোলার সদরের মোঃ রাজিব (২০) , ছোটন (২০) ও পারভেজ (১৪) । এরা সবাই ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও বোরহানউদ্দিনের রাকিব (২১), পারভেজ (১৪) ও শাকিব (১৫)। এরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
শনিবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা এলাকার মেঘনা ও বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় তাদের আটক করা হয়।

ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল তথ্য নিশ্চিত করে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সদরের মেঘনা নদীতে মা ইলিশ শিকার করার সময় ৩ জেলেকে মা ইলিশ ও জালসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন আটককৃত জেলে রাজিব ও ছোটনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও পারভেজকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন তিনি আরো জানান, জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহ্ জুয়েল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ৩ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাকিবকে (২১) ১৫ দিনের কারাদন্ড ও পাভেজ, শাকিবকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। তিনি আরো জানান, মা ইলিশের অভিযান সফল করতে আমাদের অভিযান নিয়মিত চলছে।