অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মেঘনায় দুই লঞ্চের প্রতিযোগীতায় কর্ণফুলী লঞ্চের তলায় ফাটল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২০ রাত ১০:৫২

remove_red_eye

১২৬৩

ইসতিয়াক আহমেদ: ভোলা থেকে অতিরিক্তযাত্রী নিয়ে এমভি টিপু-১২ লঞ্চের সাথে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বøকের সাথে ধাক্কা লেগে এমভি কর্ণফুলী-৪ লঞ্চের তলায় ফেটে গেছে। লঞ্চের নিচে খোন্দলে পানি উঠে গেলে দ্রু হাইম চরে নোংঙ্গর করলে অল্পের জন্য কয়েক হাজার যাত্রী রক্ষা পায়। এর  আগে পাল্লা দিতে গিয়ে কর্নফুলী লঞ্চের ধাক্কায় জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবে যায়। তবে তাদের ভাগে কি ঘটেছে তা জানা যায়নি।
দুর্ঘটনা কবলীত কর্নফুলী-৪ লঞ্চের যাত্রী হাসনাইন জানান,চরফ্যাসনের বেতুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্নফুলী লঞ্চটি বিকাল পৌনে ৪ টায় ভোলার ইলিশা থেকে ছেড়ে যায়। ওই লঞ্চটিতে ঈদের পর কর্মস্থলে যাওয়া প্রায় ৪ হাজার যাত্রী ছিলো। লঞ্চটি কালিগঞ্জ ঘাট দেওয়া আগে থেকে ঢাকাগামী এম ভি টিপু- ১২ লঞ্চের সাথে হঠাৎ পাল্লা দিতে শুরু করে। এসময় বেপোয়ারাগতিতে কর্ণফুলী লঞ্চটি চালাতে থাকে। এক পযার্য়ে কর্নফুলী লঞ্চের ধাক্কায় ৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার ভেঙ্গে চুরি মেঘনা নদীতে ঢুবে যায়। কিন্তু ডুবে যাওয়া ওই জেলেদের উদ্ধার না করেই কর্ণফুলী লঞ্চটি দ্রুত গতিতে টিপু লঞ্চে সাথে পাল্লা দেয়। তখন নদীতে থাকায় অন্যজেলে ট্রলার ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসলেও শেষ পর্যন্ত তাদের ভাগে কি ঘটেছে তা জানা সম্ভব হয়নি। অপর দিকে বিকাল সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জে টিপু লঞ্চ যথা স্থানে ঘাট দিতে পারলেও কর্নফুলী ঘাটের কাছে নদীর তীরের বøকে ধাক্কা লাগে। তখন লঞ্চের সামনে দিয়ে তলা ফেটে যায়। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ বুঝতে না পেরে ঢাকার উদ্দ্যেশে যাত্রা শুরু করে। প্রায় ২ ঘন্টা পর লঞ্চটি চাঁদপুরের হাইম চরের কাছে গেলে লঞ্চের গতি কমে গেলে চালক ও লঞ্চের লোকজন পরীক্ষা শুরু করে। এ সময় লঞ্চের নিচের খোন্দলে পানি উঠে যায়। তখন দ্রুত গতি লঞ্চটিকে রক্ষা করতে চরে নোঙ্গর করেন। পরে এমভি সম্পদ, কর্নফুলী-১২,১৩ লঞ্চ ঘটনা স্থলে গিয়ে কর্নফুলী ৪ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে। অপর দিকে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে পাম্পের সাহায্যে পানি নিস্কাশনসহ মেরামতে চেষ্টা চালানো হয়। রাত সাড়ে ১১ টা নাগাদ ওই লঞ্চে প্রায় ৬ শত যাত্রী ছিলো।
এ ব্যাপারে কর্নফুলী লঞ্চের ভোলা অফিসের দায়িত্ব প্রাপ্ত ইনর্চাজ আলাউদ্দিন জানান, তাদের লঞ্চের তলা ফাটে নি। একটি চরে আটকা পড়েছে। অন্য লঞ্চের মাধ্যমে অনেক যাত্রী গন্তব্যে চলে গেছে। চর থেকে নেমে গেলে  লঞ্চে রয়েছে তাদেরর গন্তব্যে পৌছে দেয়া হবে। এছাড়া টিপু লঞ্চ মাছধরা ট্রলারকে ধাক্কা দিলে তাদের লঞ্চের সাথে লেগে ডুবে যায়। ওই ট্রলারের ৩ জন ছিলো। তারা উদ্ধার হয়েছে।