অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৫৪

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য শামীম আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

শামীম ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। সবশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শামীমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। স্ত্রী ও তিন সন্তান রয়েছে তার। 

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে মত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বাদ মাগরিব ফায়ার সার্ভিসের সদর দপ্তরে শামীমের জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চার জন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন। এদের মধ্যে চারজনকে ঢাকায় আনা হয়। বাকি একজনকে গাজীপুরে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গীর সেই কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত মালিককে খুঁজে পায়নি পুলিশ। কারখানাটির কোনো অনুমোদন ছিল না বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।