অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলার সভাপতি মৌলভী আবুল কালাম আজাদ আর নেই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬

remove_red_eye

৯৪

বাংলার কন্ঠ ডেস্ক : বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলার (সভাপতি) মৌলভী আবুল কালাম আজাদ সাহেব বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৪:৩০ মিনিটে ভোলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ৮টায় ভোলা আজিজীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতুর রহমান মমতাজি এবং সেক্রেটারি, মাওলানা তরিকুল ইসলাম তারেক নেতৃবৃন্দ তাঁদের শোকবার্তায় বলেন— “মৌলভী আবুল কালাম আজাদ সাহেব ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলার এক অমূল্য রত্ন।

তাঁর ইন্তেকালে আমরা একজন দ্বীনের খাঁটি দায়ী, সংগঠনের আদর্শ অভিভাবক ও অভিজ্ঞ রাহবরকে হারালাম।” তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন— “আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমীন।” প্রেস বিজ্ঞপ্তি।