অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


রাজধানীতে ঢাকা-১৩: আলাল-ঢালীকে ছাড়িয়ে ধানের শীষ পাচ্ছেন ববি হাজ্জাজ?


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২১

remove_red_eye

৭৬

বাংলাদেশের রাজনীতির মাঠে আগামী সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে রাজধানী ঢাকার আসনগুলো নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কোন আসনে কে পাচ্ছেন ধানের শীষের ঝাণ্ডা? এ নিয়ে একদিকে চলছে বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন লড়াই। অন্যদিকে বিএনপির জোটসঙ্গী মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে হচ্ছে নতুন সমীকরণ।

এমনই এক সমীকরণে পাল্টে গেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ে ঢাকা-১৩ আসনের হিসাব-নিকাশ। এই আসনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী দলের হেভিওয়েট তিন নেতা আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও আতাউর রহমান ঢালী। এখন শোনা যাচ্ছে, এই আসনটি জোটসঙ্গী এনডিএম-কে ছেড়ে দিতে পারে বিএনপি। ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজের পুরো নাম ইশতিয়াক সাদেক হাজ্জাজ। তার বাবা বিপুল আলোচিত একজন মানুষ প্রিন্স মুসা বিন শমসের। ববি হাজ্জাজের শিক্ষাজীবনও বেশ বর্ণাঢ্য। ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে শেষ করেন প্রাথমিক শিক্ষা। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। দেশে ফিরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। বিদেশি শিক্ষা নিয়ে দেশে এসে জড়িয়ে যান জাতীয় রাজনীতিতে।

 
 

২০১২ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে শুরু হয় ববি হাজ্জাজের রাজনৈতিক জীবন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে দাঁড়ান।

২০১৪ সালের নির্বাচনের সময় তার ভূমিকা তাকে জাতীয়ভাবে আলোচনায় নিয়ে আসে। ২০১৫ সালে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৭ সালের এপ্রিলে গঠন করেন নিজের রাজনৈতিক দল 'জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন' বা এনডিএম। বর্তমানে তিনি এই দলের চেয়ারম্যান।

২০১৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ববি হাজ্জাজ। আগামী নির্বাচনেও বিএনপি তাকে এই আসনে ছাড় দেবে বলে আশা করছিলেন। তবে বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন লড়াইয়ের কারণে জোটের সমীকরণও পাল্টে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে বিএনপির হাইকমান্ড।

২০০১ সাল পর্যন্ত ঢাকা জেলায় মোট আসন ছিল ১৩টি, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ছিল ৮টি আসন। ২০০৮ সালের নির্বাচনের আগে সীমানা পুনর্বিন্যাসে ঢাকা জেলার আসন দাঁড়ায় ২০টিতে, যার মধ্যে মহানগরীতেই আসন হয় ১৫টি।

নতুন পুনর্বিন্যাসে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার একাংশ নিয়ে গঠিত হয় ঢাকা-১৩ আসন। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। একসময় তিনি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক। বিএনপিতে যোগদানের আগে জাতীয় পার্টিতে ছিলেন, সেসময় ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। আগামী নির্বাচনেও তিনি ছিলেন এই আসনে দলের শক্তিশালী মনোনয়ন প্রার্থী।

ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনয়নের আলোচনায় আছেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আতাউর রহমান ঢালী। তিনি একজন সাবেক ছাত্রনেতা এবং ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সম্প্রতি রাজনৈতিক মামলায় কারাবরণ করে তিনি আলোচনায় আসেন। তার ত্যাগ দলের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।

এই আসনে ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। একজন সুবক্তা হিসেবে টেলিভিশন টক শোর পরিচিত মুখ তিনি। একবার এই আসনে নির্বাচন করায় আগামীতেও মনোনয়ন প্রত্যাশীর তালিকায় ছিলেন তিনি। তবে ২০০১ সালের নির্বাচনে বরিশাল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একারণে ঢাকা-১৩ আসনের চেয়ে বরিশাল-২ আসনে নির্বাচন করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তবে বিএনপির এই তিন নেতাকে ছাপিয়ে ঢাকা-১৩ আসনে নতুন করে উঠে এসেছে ববি হাজ্জাজের নাম। তার ইতিবাচক দিক হলো উচ্চশিক্ষা, তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি। ববি হাজ্জাজকে ছাড় দেয়ার বেলায়, অন্য আসনে দলের অভ্যন্তরীণ মনোনয়ন লড়াইয়ের পাশাপাশি এসব বিবেচনায় নিয়ে থাকতে পারে বিএনপির হাইকমান্ড।





ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আরও...