অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে লালমোহনে এমপি শাওনের উদ্যোগে ৫০ মসজিদে দোয়া ও মিলাদ


জসিম জনি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২০ রাত ১০:০৪

remove_red_eye

৫৭৪



মো: জসিম জনি, লালমোহন থেকে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে লালমোহনে ৫০ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যোহরবাদ পৌরসভা ও ৯ ইউনিয়নের ৫০টি মসজিদে আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। একই সময়ে লালমোহন কেন্দ্রিয় ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, শেখ কামাল ছিলেন উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ও আধুনিক ফুটবল এবং ক্রিকেটের প্রবর্তক। ক্রীড়াঙ্গনে চিরস্মরনীয় হয়ে থাকবেন শেখ কামাল। 
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আ.ন.ম শাহ জামাল দুলাল, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন জুয়েল প্রমুখ।